মামুদনগর গ্রামের পূর্বপাড়া একটি মুক্ত পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। ৩৩ শতাংশ ভূমির উপর বিদ্যালয়টি প্রতিষ্টিত। বিদ্যালয়ে দুইটি পাকা ভবন আছে। একটি এক তলা বিশিষ্ঠ অপরটি। দু তালা বিশিষ্ঠ। অত্র বিদ্যালয়ে ৩৬৭ জন ছাত্র/ছাত্রী এবং ৪ জন শিক্ষক/শিক্ষকা কর্মরত আছেন।
মামুদনগর একটি বিশাল গ্রাম। বিদ্যালয় এলাকা থেকে প্রায় ২ কিঃমি দুরত্ব একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এত দূরে গিয়ে কচি কাচা শিশুদের শিক্ষা গ্রহন করা সম্ভব না হওয়ায। বিদ্যালয়টি অবস্থিত এলাকায় গন্যমাণ্য ব্যাক্তি বর্গ একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠ করার লক্ষে এক সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে ডাঃ মনির উদ্দিন সাহেবের সভাপতিত্ব সভায় কার্য্য ক্রম শুরু হয়। সভায় বিভিন্ন মূখ্য আলাপ আলোচান্তে কঁচি কাঁচা শিমুদের স্বার্থে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করার জন্য সিদ্বান্ত গ্রহন করেন। জনাব ডঃ মুনির উদ্দিন সাহেব প্রতিষ্টা করেন ৩৩ শতাংশ ভূমি ওয়াকফ করেন। ১/১/৮৮ ইং তারিখে হতে পরিচালনা করার সিদ্বান্ত সম্মতি ক্রমে অনোমোদিত হয়। |
১ম শেণী ২য় শ্রেণী ৩র্য় শ্রেণী ৪র্থ শ্রেণী ৫ম
৯০ জন ৮৪ জন ৭৯ জন ৫৮ জন ৫৬ জন
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। মোঃ মঞ্জুরুল আলম ২। মনসুর আহাম্মেদ
৩। ইদিয়ারা জাহান ৪। মোঃ আলা উদ্দিন ৫। মোঃ আঃ বাতেন ৬। মোঃ আব্দুল আজিজ
| সভাপতি সহ-সভাপতি
বিদোৎসাহী উচ্চঃবিঃশিঃ প্রঃ শিক্ষক প্রতিনিধি
| ৭। ফরিদা বেগম ৮। শাহানাজ বেগম ৯। হাসনা বেগম ১০। হাসনা মেহেরাব ১১। শামছুল আলম ১২। মোঃ আঃ ছালাম | সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সচিব/প্রঃ শিঃ ইউপি সদস্য
|
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৯০% পাশ | ৯৭% পাশ | ৮৭% পাশ | ১০০% পাশ | ৮৯% পাশ |
বিগত ২ বছর যাবৎ সমাপনী পরিক্ষায় পাশের হার ১০০% ও ২০১০ সনে ক্যাচমেন্ট এলাকার শিশুর ভর্তির হার ১০০%।
১০০% ছাত্র/ছাত্রী ভর্তি নিশ্চিতকরনসহ ঝড়ে পড়ার হার ০% আনার প্রচেষ্টা এবং ৫ম শ্রেণীর সমাপনীতে ১০০% পাশের হার প্রতি বছর নিশ্চিতকরা। বিদ্যালয়ের কম্পিউটার চালুর ব্যবস্থা ও ছাত্র/ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস