কলেজটি ১৯৬৬ সালে উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে থানা সদরে প্রতিষ্ঠিত হয় (মানবিক ও বাণিজ্য শাখা) । ১৯৬৯-৭০ শিক্ষাবষে বি.এ (পাশ) ও বি.কম কোস-এ স্নাতক শ্রেণী খোলা হয় । ১৯৭০-৭১ শিক্ষাবষে বিজ্ঞান এবং ১৯৮১-৮২ শিক্ষাবষে বি.এসসি (পাশ) কোসস খোলা হয় । ০১-০৭-১৯৮৫ তারিখে কলেজটি জাতীয়করণ করা হয় ।
কলেজটি জনসাধারণের আথিকক সাহায্যে এলাকার বিদ্যোৎসাহী জনসাধারণের উদ্যোগে ১৯৬৬ সালে পল্লীর এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন ধাপ অতিক্রম করে ০১-০৭-১৯৮৫ তারিখ থেকে ডিগ্রী (পাশ) কলেজ হিসেবে সরকারি কলেজ হিসেবে আত্নপ্রকাশ করে ।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
প্রফেসর মোঃ বেলাল হোসেন | ০১৫৫৮৩৩৮৫৮৮ | nagarpurgovtcollege@yahoo.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
Class Boys Girls Total
xi 367 05 372
xii 282 23 305
Degree 344 69 441
Year Candidet Pass Rate
(H.S.C)
2008 351 206 58.69%
2009 262 126 48.09%
2010 342 187 54.68%
2011 413 216 52.30%
2012 371 223 60.10%
(Degree)
2008 69 25 64.10%
2009 79 57 72.15%
2010 44 22 50.00%
2011 52 43 82.69%
2012 85 58 68.23%
উপ-বৃত্তি ১২ জন ।
উপজেলা সদরে অবস্থিত এই প্রতিষ্ঠাণটি এই সূদীঘ সময়ে উপজেলার উচ্চ শিক্ষার জন্য একমাত্র প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে ।
কলেজে স্নাতক কোস চালু করা ।
নাগরপুর সরকারি কলেজ,
ডাক ও উপজেলা : নাগরপুর জেলা -টাঙ্গাইল ।
Email: nagarpurgovtcollege@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস