এটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের অর্ন্তগত একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এটি টাঙ্গাইল আরিচা রোডের পাশে অবস্থিত। উপজেলা থেকে এর দূরত্ব ১০ কিঃমিঃ। এ বিদ্যালয়ে তিনটি একতলা বিশিষ্ট পাকা ভবন, একটি বড় খেলার মাঠ এবং একটি সুশ্রী কাঠের বাগান রয়েছে। এলাকার গন্যমান্য ব্যকিবর্গ এবং সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলী এ বিদ্যালয়ে উপর সুনজর রাখেন। সার্বিকভাবে এটি একটি আর্দশ বিদ্যালয়।এটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের অর্ন্তগত একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। এটি টাঙ্গাইল আরিচা রোডের পাশে অবস্থিত। উপজেলা থেকে এর দূরত্ব ১০ কিঃমিঃ। এ বিদ্যালয়ে তিনটি একতলা বিশিষ্ট পাকা ভবন, একটি বড় খেলার মাঠ এবং একটি সুশ্রী কাঠের বাগান রয়েছে। এলাকার গন্যমান্য ব্যকিবর্গ এবং সংশ্লিষ্ট শিক্ষক মন্ডলী এ বিদ্যালয়ে উপর সুনজর রাখেন। সার্বিকভাবে এটি একটি আর্দশ বিদ্যালয়।
১৯৩৮ সালে অত্র গ্রামের এক দরিদ্র লোকের বিশেষ অনুদান একটি টিনের ঘর প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়টি তার অগ্রযাত্রা শুরু করে। পরবর্তীতে ক্রমান্বয়ে উন্নয়নের মাধ্যমে বিদ্যালয়টি বর্তমানে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে আত্বপ্রকাশ করেছে। |
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট |
বালক-২৬ বালিকা-২৯ মোট-৫৫
| বালক-২৫ বালিকা-৩১ মোট-৫৬
| বালক-২১ বালিকা-৩১ মোট-৫২
| বালক-২০ বালিকা-১৩ মোট-৩৩
| বালক-১১ বালিকা-১৭ মোট-২৮
| বালক-১০৩ বালিকা-১২১ মোট-২২৪
|
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। মোঃ লুৎফর রহমান ২। আবুল হোসেন খান ৩। আঃ রাজ্জাক ৪। মোসাঃ রিনা বেগম ৫। মোঃ ইউসুফ
| সভাপতি সহ-সভাপতি সদস্য সদস্য সদস্য
| ৬। মোঃ সুলতানা হোসেন খান ৭। মোসাঃ ইয়াসমিন সুলতানা ৮। মোসাঃ রুনা বেগম ৯। আফরোজা আক্তার ১০। মোঃ আইন উদ্দিন ১১। দুলাল চন্দ্র শীল ১২। মোঃ আলমগীর হোসেন
| সদস্য সদস্য সদস্য সদস্য সচিব শিক্ষক প্রতিনিধি সদস্য সদস্য
|
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৯০% পাশ | ৮৫% পাশ | ৮২% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ |
সমাপনী পরীক্ষায় ১০০% পাশের হার
শতভাগ ভর্তি নিশ্চিত করা এবং সমাপনী ও অন্যান্য পরীক্ষায় ১০০% পাশের হার, এই ধারা বা একাধিক মেধাবৃত্তি সুনিশ্চিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস