বিদ্যালয়টি দ্বিতলা ভবন বিশিষ্ট। এতে মোট কক্ষ আছে- ০৬টি, শ্রেণী কক্ষ- ০৪টি, স্টোর রুম- ০১টি ও শিক্ষকদের জন্য ০১টি।
নাগরপুর উপজেলা হতে বিচ্ছিন্ন সাতাগাছা গ্রামে ১৪৯ শতাংশ ভূমির উপর ১৯৬৯ অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে সামনে আছে একটি খেলার মাঠ যা বর্ষার মৌসুমে পানিতে নিমজ্জিত হয়।
১ম- ৫২, ২য়- ৩৪, ৩য়- ৩০, ৪র্থ- ৩৭, ৫ম- ২১ জন।
মোট সদস্য/সদস্যা- ১২ জন, পুরুষ- ০৮জন, মহিলা- ০৪ জন।
২০০৭- ১০০%, ২০০৮- ১০০%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%। প্রতি বছর প্রাথমিক বৃত্তি প্রাপ্তি।
জরিপকৃত শিশুর ১০০% ভর্তি নিশ্চিত করণ। যোগ্যতা ভিত্তি পাঠদান পরিচালনা করে শিক্ষার গুনগত মান উন্নয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস