বিদ্যালয়টি ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে ৮ জন শিক্ষক কর্মরত। বিদ্যালয়টির মূল ভবন টিনসেড। মূল ভবনটির জরাজীর্ণ অবস্থা। টিন দিয়ে পানি পড়ে। মেঝেও প্লাস্টার নেই। দ্বিতলা ভবনটি ২০১১ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির আওতায় ১০০ শতাংশ জমি আছে। এর ছাত্র/ছাত্রী সংখ্যা ৫৬৪ জন। মূল ভবনটি দক্ষিন মূখী। সামনে একটি বিরাট মাঠ আছে।
১৮৯৮ সালে অত্র এলাকার কিছু শিক্ষানুরাগী মাতববর এখানে একটি মক্তব চালু করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এলাকার সাধারণ মানুষের সহযোগীতায় একটি ছনের ঘড় করে মক্তবটি চালু করেন। এ সময় সকলের সহয়োগীতায় পরবর্তীতে টিনের ঘড়ে রুপান্তরিত করেন। মক্তবটি পাকিস্তান আমলে মেঘনা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নামে পরিচালিত হয়। দেশ স্বাধীনের পর এটি মেঘনা সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে অদ্যাবধি পরিচালিত হয়ে আসছে। |
শিশু শ্রেণী ১ম শেণী ২য় শ্রেণী ৩র্য় শ্রেণী ৪র্থ শ্রেণী ৫ম
৪৬ ১১৫ জন ১৩৮ জন ১১৬ জন ৮২ জন ৬৭ জন
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। মোঃ আরফান আলী ২। মোঃ মকবুল হোসেন ৩। মোঃ রেজাউল করিম ৪। মোঃ নুরুর রহমান
৫। রফিকুল ইসলাম
৬। আসমা আক্তার | সভপিতি সহঃ সভাপতি ভুমি দাতা মেধাবী ছাত্র অভিভাকক সাধারণ আভিভাবক
মহিলা বিদ্যোসাহী
| ৭। সুরাইয়া আমিন ৮। আজমত আলী ৯। আতিকুর রহমান ১০। জালালউদ্দিন মিয়া ১১। সামছ উদ্দিন মিয়া ১২। রওশনারা আক্তার | সদস্য সদস্য সদস্য সদস্য সদস্য সচিব সদস্য (ইউ,পি সদস্য)
|
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ | ৯৮% পাশ | ১০০% পাশ |
বিগত ২ বছর যাবৎ সমাপনী পরিক্ষায় পাশের হার ১০০% ও ২০১০ সনে ক্যাচমেন্ট এলাকার শিশুর ভর্তির হার ১০০% ।
নতুন বিল্ডিং ও বাউন্ডারী ওয়াল করা প্রয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস