২টি ভবন,১টি টিনসেড ঘর, ১টি ইন্দারা, ১টি টিউবওয়েল, ৩টি টয়লেট ও ১টি খেলার মাঠ আছে।২টি ভবন,১টি টিনসেড ঘর, ১টি ইন্দারা, ১টি টিউবওয়েল, ৩টি টয়লেট ও ১টি খেলার মাঠ আছে।
১৯০৭ সালের পূর্বে অত্র এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিদ্যানুরাগী ও সমাজ হিতৈষী রামচন্দ্র সরকার এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
ছাত্র ছাত্রীর সংখ্যা (শ্রেনি ভিত্তিক) ১ম শ্রেণি-৮৬ ,২য় শ্রেনি- ৮১ ,৩য় শ্রেনি- ৮৬ ,৪র্থ শ্রেনি- ৭৪ ৫ম শ্রেনি- ৬৫ বালক- ৪৪,৪১,৩৫,২৯,২১। বালিকা-৪২,৪০,৫১,৪৫,৪৪
সরকারী বিধি মোতাবেক ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি বিদ্যমান।
বিগত ৫ বছরের সমপনী/পাবলিক পরীক্ষার ফলাফল ২০০৭-১০০% ২০০৮- ১০০% ২০০৯- ৯৪% ২০১০- ১০০% ২০১১-১০০%
আলহাজ্ব ইসহাক খান মেমোরিয়াল বৃত্তি প্রচলিত আছে।
সবার কাছে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।
মডেল স্কুল হিসেবে গড়ে তোলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস