ধলেশ্বরী নদী বেষ্টিত অত্র বিদ্যালয়টি ১৯৯৯ ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। ২০০০ ইং সালে পাঠদান স্বীকৃতি লাভ করে । তার পর ২০০৬ সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং ২০১০ সালে এম, পি, ও ভূক্ত হয়। বিদ্যালয়টি ছোট বড় তিনটি টিনের ঘর। যাহার দৈঘ্য যথাকমে ১০০ ফুট ৯৬ ফুট এবং ২৬ ফুট। মোট ০৯ টি কক্ষ, ৫টি শ্রেণী কক্ষ, ১টি প্রধান শিক্ষক কক্ষ, ও সহকারী শিক্ষক কক্ষ ১টি, ১টি অফিস কক্ষ, ছেলেমেয়েদের জন্য ২টি, পৃথক কমন রুম, ৩টি টয়লেট, ২টি টিউওবয়েল, ১টি শহীদ মিনার রয়েছে। বিদ্যালয়টি সবুজ গাছ পালা দিয়ে বেষ্টিত।
ভৌগলীক দিক বিবেচনা করে অত্র এলাকার শিক্ষানুরাগী বীব মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত যুগ্ম সচিব জনাব মোঃ ফজলুল হক এবং এলকার আরো কিছু গন্যমান্য ব্যক্তিদ্বয়ের সমন্ময়ে অত্র এলাকাকে শিক্ষিত করে গড়ে তুলার লক্ষে নাগরপুর মুক্তিযোদ্ধা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নাম করণ করে এর কাযকম শুরু হয় ১৯৯৯ সালে। হাজারও প্রতিকুলতা পেরিয়ে হাটি হাটি পা পা করে মাথা উচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বতমানে বিদ্যালয়টি ভৌত অবকাঠামোগত ভাবে পিছিয়ে থাকলেও লেখা পড়ার ক্ষেত্রে ফলাফল ১০০% এ দাঁড়িয়েছে। ভবিষৎতে বিদ্যালয়িট শ্রেষ্ঠত্ব প্রমান করবে।
মোট ছাত্র/ছাত্রী সংখ্যাঃ শ্রেণি মোট ছাত্রী
৬ষ্ঠ ১৩১ ৮২
৭ম ৬৭ ৪২
৮ম ৫২ ২৭
সব মোট- ২৫০ জন, ১৫১ জন
বতমান পরিচালনা কমিটির তথ্যঃ
নাম পদবী শিক্ষাগত যোগ্যতা পেশা
জনাব মোঃ ফজলুল হক সভাপতি বি,সি, এস ০১
জনাব মোঃ মোখলেছুর রহমান শিক্ষক প্রতিনিধি ০৭ ০৯
জনাব মোঃ আছলাম হোসাইন শিক্ষক প্রতিনিধি ০৭ ০৯
জনাব মোঃ আশরাফ উদ্দিন অভিভাবক সদস্য ০৪ ১০
জনাব মোঃ আব্বাস উদ্দিন অভিভাবক সদস্য ০৪ ১১
জনাব মোঃ নিয়ামত আলী অভিভাবক সদস্য ০৩ ১০
জনাব মোঃ আফছার আলী অভিভাবক সদস্য ০৪ ১০
জনাব মোঃ আব্দুস ছামাদ দাতা সদস্য ০৬ ১৪
জনাব মোঃ এ,কে,এম মফিজুর রহমান কো-অপ্ট সদস্য ০৫ ১৩
জনাব মোঃ আনোয়ার হোসেন সদস্য সচিব ০৭ ০৯
২০১০ সনে ০৬ জনে ০২ জন ৩৩%,২০১১ সনে ২৬ জনে ২৬ জন ১০০%,
জুনিয়র বৃত্তি নাই। উপবৃত্তি-২০১১ - ৬ষ্ঠ শ্রেণি ২৩ জন
৭ম শ্রেণি ১০ জন
৮ম শ্রেণি ০২ জন
সব মোট- ৩৫ জন
২০১১ সালে সালে জে,এসসি পরীক্ষায় ১০০%
বিদ্যালয়টিকে কারিগরী শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তরিত করার পরিকল্পনা আছে।
নাগরপুর মুক্তিযোদ্ধা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সুদাম পাড়া, ডাকঘর- খামার ধল্লা, উপজেলা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস