বিদ্যালয়টি আধাঁপাকা। এতে পাঁচটি কক্ষ আছে। ৪টি শ্রেণিকক্ষ এবং ১টি অফিস কক্ষ। বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে।
কানাইলাল ভৌমিক এবং চন্দ্রনাথ তরফদার নামে অত্র নবগ্রামে দু’জন বিজ্ঞ লোক ছিলেন। তাদের দু’জনের প্রচেষ্টায় এবং এলাকাবাসীর সহায়তায় চন্দ্র তরফদারের নিজ পৈত্রিক সম্পত্তি থেকে দানকৃত ৫২ শতাংশ ভূমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত।
প্রাক-প্রাথমিক-৩০, ১ম- ৬১, ২য়- ৯৫, ৩য়- ৬৯, ৪র্থ- ৬০, ৫ম- ৩৬ জন।
ম্যানেজিং কমিটি গঠনের পরিপত্র মোতাবেক বর্তমানে ১২ জন সদস্য সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
২০০৭- ১০০%, ২০০৮- ১০০%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
অত্র বিদ্যালয়টি ইউনিয়ন সংলগ্ন। সকলের প্রচেষ্টায় ভবিষ্যতে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে উঠুক, এটাই এলকার অভিভাবক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক মন্ডলীর একান্ত কামনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস