টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন সলিমাবাদ ইউনিয়ন অন্তর্গত মাইঝাইল গ্রামে অবস্থিত। বিদ্যালয়টিতে শিক্ষকের পদ সংখ্যা ৬ টি। কর্মরত ৪ জন, শূন্যপদ ২টি। বর্তমান ছাত্র/ছাত্রীর সংখ্যা-৪২৪ জন । বিদ্যালয়ে ২টি পাকা ভবন। কক্ষ সংখ্যা ৬টি। বিদ্যালয়ের সামনে একটি ছোট খেলার মাঠ আছে। বিদ্যালয়ের অন্তর্গত জমির পরিমান ৬২ শতাংশ।
এলাকার নিরক্ষতা দুর করার জন্যে কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির উদ্যোগে সাধারন মানুষের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। জমি দাতা মৃত- বাহারুল ইসলাম , হামিদ মিয়া মৃত- আবেদ আলী মন্ডল, মৃত ফুলজান নেছা। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর হতেই সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।
১ম শ্রেণি-১২৭, ২য় শ্রেণি ১১৩, ৩য় শ্রেনি- ৮০ ৪র্থ শ্রেণি-৭০ ৫ম শ্রেণি- ৩৪ , মোট= ৪২৪ জন
১১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি রয়েছে।
সন ছাত্র/ছাত্রী অংশগ্রহন পাশ পাশের হার
২০১১ - ৩৭ ৩৫ ৩৫ ১০০%
২০১২- ২৪ ২৩ ২৩ ১০০%
২০০৯- ৩৮ ৩৫ ৩২ ৯২%
২০০৮- ২১ ২১ ২১ ১০০%
২০০৭- ২০ ২০ ২০ ১০০
নিয়মিত ভাবে পাবলিক/সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস। অন্যান্য শ্রেণিতে সন্তোষজনক ফলাফল।
শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নতিকরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস