বিদ্যালয়ের সম্প্রসারন ভবনসহ দুটি ভবন আছে। মূল ভবন তিন কক্ষ বিশিষ্ট দক্ষিনমূখী সামনে পাকা রাস্তা এবং সম্প্রসারন ভবনটি দুই কক্ষ বিশিষ্ট। ইহা সম্পূর্ণ পাকা।
বিদ্যালয়টি ১৯৬৫ সালে অত্র এলাকার সহায়তায় প্রতিষ্ঠিত হয়। এর জমি দাতা জনাব মোঃ চাঁন খান। বিদ্যালয়টি অত্র এলাকার জনগণের সহযোগিতায় পরিচালিত হলেও ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর এক ঘোষনার মাধ্যমে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়র কেচমেন্ট এলাকরি ভর্তির হার ১০০% নিশ্চিত করা হয়েছে এবং বিগত সমাপনী পরিক্ষার পাশের হার ১০০%।
শিশু শ্রেণী ১ম শেণী ২য় শ্রেণী ৩র্য় শ্রেণী ৪র্থ শ্রেণী ৫ম
৪৫ জন ৬৬ জন ৮৪ জন ৪৭ জন ৩৭ জন ২৮ জন
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। জনাব মোঃ চাঁন খান ২। মোঃ আঃ গফুর মিয়া ৩। মোঃ আব্দুর রহিম মিয়া ৪। মোঃ আঃ কদ্দুস ৫। মিনু বেগম
| সভাপতি সহ-সভাপতি উচ্চ বিদ্যালয় বিদুৎসাহী বিদুৎসাহী (মহিলা)
| ৬। মোঃ আঃ হালিম
৭। নার্গিস ৮। নমিতা দাশ
৯। সুর্বনা চক্রবর্তী
১০। মিজানুর রহমান
১১। মোঃ আঃ করিম ১২। মোঃ মোস্তাক মিয়া
| মেধাবী ছাত্র অভিভাবক সদস্য সদস্য (ছাত্র অভিভাবক) সদস্য (শিক্ষক অভিভাবক ছাত্র অভিভাবক
সদস্য সচিব/প্রঃশিঃ সদস্য ই, উ, পি |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৫০% পাশ | ৯০% পাশ | ৯৭% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ |
পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
১০০% ছাত্র/ছাত্রী ভর্তি নিশ্চিতকরনসহ ঝড়ে পড়ার হার ০% আনার প্রচেষ্টা এবং ৫ম শ্রেণীর সমাপনীতে ১০০% পাশের হার প্রতি বছর নিশ্চিতকরা। বিদ্যালয়ের কম্পিউটার চালুর ব্যবস্থা ও ছাত্র/ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস