চান্দক রেহাই শাহজানী মেহেরুন্নেছা দাখিল মাদ্রাসাটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামে অবস্থিত। এর দক্ষিণ পাশে একটি বাজার আছে। এই প্রতিষ্ঠানটি ধলেশ্বরী নদীর উত্তর পাশে অবস্থিত।
চান্দক রেহাই শাহজানী মেহেরম্নন্নেছা দাখিল মাদ্রাসাটি ০১/০১/১৯৭৫ইং সালে প্রতিষ্ঠা করা হয়। ০৫/০৫/১৯৭৫ইং সালে চান্দক ফোরকানিয়া মাদ্রাসা হিসাবে শুরু হয়। পরে ২৪/০৭/১৯৭৮ সালে জেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রথম স্বীকৃতি প্রাপ্ত হয়। যার স্মারক নং ৫১১২/০৩। ০১/০১/১৯৮৪ইং সাল হইতে ৩১/১২/১৯৮৪ইং সাল পর্যন্ত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ইবতেদায়ী মাদ্রাসা হিসাবে মুঞ্জুরী প্রাপ্ত হয়। যার স্মারক নং ১৮৭৭০/০৩। ২৪/০৭/১৯৮৬ইং হইতে দশম শ্রেণী খোলা হয়। ০১/০১/১৯৮৭ইং হইতে ৩১/১২/১৯৮৮ইং পর্যন্ত প্রথম অনুমতি প্রাপ্ত হয়। যার স্মারক নং ৩২৬২/০৭।
শ্রেণী | মোট | ছাত্রী |
১ম শ্রেণী | ৫৮ | ২১ |
২য় শ্রেণী | ২৬ | ০৯ |
৩য় শ্রেণী | ২৩ | ১০ |
৪র্থ শ্রেণী | ২৪ | ১০ |
৫ম শ্রেণী | ২৭ | ১৬ |
৬ষ্ঠ শ্রেণী | ২৪ | ১০ |
৭ম শ্রেণী | ২৩ | ১০ |
৮ম শ্রেণী | ২৪ | ১০ |
৯ম শ্রেণী | ২৪ | ১০ |
১০ম শ্রেণী | ২১ | ৮ |
সর্বমোট= | ২৭৪ | ১৪৪ |
অনুমোদনঃ ০৫-০৭-২০১০ইং, মেয়াদ উত্তীর্ণঃ ০৪-০৭-২০১২ইং
পরীক্ষা | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা |
জেডিসি | ২০১০ | ১৩ | ১১ |
,, | ২০১১ | ১৭ | ৯ |
দাখিল | ২০০৭ | ৩১ | ১৩ |
,, | ২০০৮ | ২৫ | ১৩ |
,, | ২০০৯ | ২১ | ১৬ |
,, | ২০১০ | ৩৪ | ২২ |
,, | ২০১১ | ৩১ | ১৮ |
অত্র মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক, চান্দক গ্রামে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে এলাকায় ধর্মীয় শিক্ষা দিন দিন বেড়ে চলেছে।
অত্র মাদ্রাসাটি আলিম খোলার পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতে যেন ১০০% পাশ করতে পারে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ছাত্রছাত্রী পাশ করতে পারে এ ব্যাপারে অভিভাবক এবং পরিচালনা কমিটি নিয়ে নিয়মিত সভা করার পরিকল্পনা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস