বিদ্যালয়টি নাগরপুর উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে বেকড়া গ্রামের উত্তর পার্শেব অবস্থিত।
অত্র এলকার সমাজ সেবী বাবু সুরেন্দ্র নাথ সাহা সাধারণ জনগণের মধ্যে শিক্ষার আলো পৌছে দেবার মহতী লক্ষ্যে ১৯০৮ সালে এই বিদ্যালয়টি সুচনা করেন। তখন ছিল এটি চৌচালা টিনের ঘর। বর্তমানে বিদ্যালয়ে দুটি দুই রুম বিশিষ্ট একতলা বিল্ডিং ও ৭ কক্ষ কক্ষ বিশিষ্ট সেমি পাকা টিনসেটে বিল্ডিংয়ে চলছে।
১ম- ৬২, ২য়- ৬৮, ৩য়- ৭২, ৪র্থ- ৬৫, ৫ম- ৪৫ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস