বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কাঠুরী গ্রামে অবস্থিত। চার কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি জরার্জিন ও ঝঁকিপূর্ন অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের সামনে বিরাট মাঠ আছে।
১৯৭৪ সালে কাঠুরী গ্রামের ধনাঢ্য ব্যক্তি বর্গের সাহায্য সহযোগিতায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যাদের অবদান রয়েছে তারা হলেন মকছেদ সরকার , কলিমুদ্দিন রহম আলী, মোল্লা আরো অনেকেই। যাদের অক্লামত্ম পরিশ্রমে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ৫৪ শতাংশ ভূমি রয়েছে।
শিশূ | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম |
মোট-৩৭ |
মোট-৬০
|
মোট-৭৫
|
মোট-৬৫
|
মোট-৩৪
|
মোট-২০
|
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। মোঃ নিজাম উদ্দিন ২। মোঃ রবিউল হোসেন ৩। জহিরুল ইসমলাম ৪। জিন্নতু জামান ৫। মোঃ ইমান আলী
| সভাপতি সহ-সভাপতি জমিদাতা সদস্য
| ৬। মোঃ ফরজ মিয়া ৭। পারুল বেগম ৮। শিরিন আক্তার ৯। রোকেয়া আক্তার ১০। আজিজুর রহমান ১১। মান্নান মিয়া ১২। ইয়াসমিন আক্তার | সদস্য সদস্য সদস্য সদস্য সচিব ইউপি সদস্য উঃবিঃ শিক্ষক বিদ্যালয় শিক্ষক
|
বিদ্যালয়টি সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নতি করণ। পাশের হার শতভাগ। ঝড়ে পড়ার হার কমিয়ে আনা।
বিদ্যালয়টিকে এ গ্রেডে উন্নতি করণ। প্রতি শ্রেণীতে শতভাগ পাশ। বৃত্তি অর্জন শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস