বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পশ্চিমে গয়হাটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ০৪/০১/১৯৭২ সনে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ০১/০১/১৯৭৩ সনে ৮ম শ্রেণী ০১/০১/১৯৯১ সনে ৯ম শ্রেণী ও ০১/০১/১৯৯৬ সনে ১০ম শ্রেণী স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও কৃষি শাখা খোলার অনুমোদন রয়েছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বনগ্রামে ২৫/১০/১৯৭১ খ্রি, পাক হানাদার বাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে এক সম্মুখ যুদ্ধ সংঘঠিত হয়। সেই যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধাসহ অত্র গ্রামের ৫৭ জন নিরীহ জনসাধারণ শহীদ হন। নিহত শহীদদের স্মরণে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত হলেও বিদ্যালয়ের অবকাঠামোগত কোন উন্নয়ন হয়নি।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মোঃ ফজলুর রহমান | 01748922263 | fazlurhm63@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণী- ৬ষ্ঠ মোট- ৪৪ ছাত্রী- ১৬
শ্রেণী- ৭ম মোট- ৩৯ ছাত্রী- ২০
শ্রেণী- ৮ম মোট- ৪৩ ছাত্রী- ২১
শ্রেণী- ৯ম মোট- ৪৭ ছাত্রী- ১৬
শ্রেণী- ১০ম মোট- ৩০ ছাত্রী- ১২
সর্বমোট- ২০২ ছাত্রী- ৮৫
১২ সদস্য বিশিষ্ট নিয়মিত ম্যানেজিং কমিটি অনুমোদের জন্য বোর্ডে আবেদন করা হয়েছে।
জেএসসি |
পাবলিক পরীক্ষাঃ |
২০১০ সনে ৮৪.২১% ২০১১ সনে ৬১.৯০% |
২০০৭ সনে ৩৫.২৯% ২০০৮ সনে ৮৩.৩৩% ২০০৯ সনে ৪০.০০% ২০১০ সনে ১০০% ২০১১ সনে ৪৬.৬৭% |
২০০৮ সালে ট্যালেন্টপুলে বৃত্তি ১ জন এবং ২০১০ সালে এসএসসি পরীক্ষায়
১০০% ফলাফল অর্জন।
শিক্ষা বিষয়ে সরকারী পরীকল্পনা বাস্তবায়ন করা এবং বিদ্যালয়টিকে যুগোপযোগি শিক্ষার মাধ্যমে আদর্শ বিদ্যালয় হিসাবে গড়ে তোলা ও শতভাগ পাস নিশ্চিত করা।
0
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস