বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তিরছা গ্রামে অবস্থিত। এটি তিনকক্ষ বিশিষ্ট একতলা ভবন। তিনটি কক্ষই শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়। পদসংখ্যা ৪, মহিলা- ২ জন, পুরুষ- ২জন, পদের ধরন- রাজস্ব।
অত্র এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তি বাবু সহোদেব তরফদার তার পিতার সম্পত্তির নিজের অংশ থেকে ৪৬ শতাংশ জমি প্রদান করে ১৯৩১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
শিশু- ৪০, ১ম- ৪৭, ২য়- ৪৭, ৩য়- ৫৫, ৪র্থ- ৫২, ৫ম- ৩১ জন।
মোট সদস্য/সদস্যা- ১২ জন, পুরুষ- ০৬জন, মহিলা- ০৬ জন। |
২০০৭- ১০০%, ২০০৮- ১০০%, ২০০৯- ৯৬%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%। ২/৩ জন শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি প্রাপ্তি।
জরিপকৃত শিশুর ১০০% ভর্তি নিশ্চিত করণ। যোগ্যতা ভিত্তি পাঠদান পরিচালনা করে শিক্ষার গুনগত মান উন্নয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস