চার কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন। পূর্ব পাশে দুই কক্ষ বিশিষ্ট একটি টিন সেট বারান্দাসহ ঘর। বিদ্যালয়ে প্রায় ব্যবহার অযোগ্য একটি ল্যাট্রিন আছে ও বিদ্যালয়ের সামনে একটি বড় খেলার মাঠ আছে।
মরহুম মিনু মোল্লা সাহেব তার নিজ বাড়িতে চৌচালা টিনের ঘরে বিদ্যালয় চালাতেন। তার মৃত্যুর পর তার জেষ্ঠ্য পুত্র মরহুম আফতাব উদ্দিন মোল্লা সাহেবের নেতৃত্বে মরহুম আনছার আলী, মোঃ আবু হানিফ (টেনু) ও ছকেন উদ্দিন জমিদান পূর্বক ও গ্রামের অন্যান্ন ব্যক্তিবর্গের আমত্মরিক আর্থিক শারীরিক সহযোগীতায় ১৯৭১ সালে এই নিভূত পল্লিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মিনু মোল্লা সাহেবের জেষ্ঠ্য পুত্র আফতাব উদ্দিন সাহেবের মৃত্যুর পরতার মেঝো পুত্র জনাব আফজাল উদ্দিন মোল্লা সাহবের একক প্রচেষ্টায় ১৯৮০ ইং সালে ৬০ ফুট দৈর্ঘ্য বারান্দাসহ ২০ ফুট চাওড়া চৌচালা নতুন টিনের ঘর তৈরি করে বিদ্যালয় টিতে শিক্ষক নিয়োগের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান কাযক্রম শুরু করেন। বিদ্যালয়টি ১৯৯১ সাল থেকে সরকারী অনুদানে পরিচালিত হইতেছে।
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম |
|
মোট-৫৫
|
মোট-৪২ |
মোট-৪৩ |
মোট-৩৭
|
মোট-১৩ |
মোট- ১৮৭
|
১২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% পাশ | ১০০% পাশ | ৯১% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ |
ডঃ কুদরাত-ই-খোদার শিক্ষানীতি চালু হলে একাদশ শ্রেণীতে উন্নতি করার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস