একটি ৬০২০র্ একতলা বিল্ডিং, ৪০র্২০র্ একটি টিন সেট গৃহ, একটি ৯০র্ ২০র্ জরাজীর্ণএবং অব্যবহার্য গৃহ। |
তৎকালীন দানবীর সাহা পরিবারের অক্ষয় কুমার সাহা তাঁর মাতা উমা সুন্দরীর নামে ১৯৩৭ খ্রিঃ বড় রাস্তার ধারে ইউনিয়ন পরিষদের স্থানে গ্রাম্য পাঠশালা স্থাপন করেন। ১৯৬৪ সনে স্বগীয় বিমল কান্ত ভট্রাচার্য ১৮৯ ডিঃ ভূমি বিদ্যালয়ের নামে ওয়াকুফ করে বর্তমান স্থানে বিদ্যালয়টি স্থাপন করেন ১৯৭৩ সনে সরকারী হয়। ১৯৯৫ খ্রিঃ অত্র বিদ্যালয়টি সরকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচন করেন।
শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট |
বালক-১১ বালিকা-১৯ মোট-৩০
| বালক-৬১ বালিকা-৪২ মোট-১০৩
| বালক-৩১ বালিকা-৪১ মোট-৮০
| বালক-৩০ বালিকা-৩১ মোট-৬১
| বালক-৩১ বালিকা-৩২ মোট-৬৩
| বালক-১৬ বালিকা-৩৪ মোট-৫০
| বালক-১৮৮ বালিকা-১৯৯ মোট-৩৮৭
|
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। সুখিল চন্দ্র দাস ২। প্রলয় কান্ত ভট্রাচার্য ৩। হাফিজুর রহমান ৪। ফিরোজা বেগম ৫। পারুল বেগম
| সভাপতি সহ-সভাপতি সদস্য সদস্য সদস্য
| ৬। বেদনা বেগম ৭। রাজু আহমেদ ৮। নরদ গোপাল রাজবংশী ৯। শেখ শহিদুল ইসলাম ১০। মোঃ নাসির হোসেন
| সদস্য সদস্য সদস্য সদস্য প্রঃশিঃ/সচিব
|
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ |
২০০৫ বৃত্তি-০১, ২০০৬ বৃত্তি-০১, ২০০৭ বৃত্তি-২, ২০০৮ বৃত্তি-১, ২০০৯ বৃত্তি-২, ২০১০-বৃত্তি-২, ২০১১ বৃত্তি-১।
প্রতি বছর ১০০% পাশ এবং প্রাথমিক বৃত্তি একাধিক জন পেয়ে আসছে। আন্তঃ ইউনিয়ন ও উপজেলা ক্রীড়ায় উল্লেখযোগ্য সুনাম আছে। |
অর্থ প্রাপ্তি সাপেক্ষে বহুতল বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা, শিক্ষার গুণগত মান আরও উন্নয়ন করা, সীমানা প্রাচির নির্মান করা, সুদর্শন গেট নির্মাণ করা, খেলার মাঠ সংস্কার করা, সুন্দর স্কুলের বাগান করা, শহীদ মিনার ও স্মৃতি সৌধ নিমার্ণ করার পরিকল্পনা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস