এই শিক্ষা প্রতিষ্ঠানটি খাষঘুনিপাড়া গ্রামে অবস্থিত। ইহা একটি পাকা ভবন। একটি অফিস কক্ষ ও ৩টি শ্রেণি কক্ষ আছে।
শিশুদের মৌলিক চাহিদা মিটানোর জন্য গ্রাম বাসী এই গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান করার আবেদন জানান। এরি পরিপ্রেক্ষিতে ১৯৪৩ইং সরকার ও গ্রামবাসীর সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।
৫ম শ্রেণি-২১জন,
৪র্থ শ্রেণি-৩৪ জন,
৩য় শ্রেণি- ৪৬ জন,
২য় শ্রেনি-৫৯ জন,
১ম শ্রেণি- ৫১ জন।
১১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি রয়েছে।
সন্তোষজনক।
১০০% ভর্তি ও ঝরেপড়ার হার ০% এ নিয়ে আসার পরিকল্পনা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস