বিদ্যালয়টি আধাপাকা বিল্ডিং। ইহার তিন শ্রেণী কক্ষ ও একটি অফিস কক্ষ আছে। বিদ্যালয়টি দুই শিফটে চলে। বিদ্যালয়টিতে ২৬০ জন ছাত্র/ছাত্রী আছে। এর মধ্যে ছাত্রী ১১৭ জন। বিদ্যালয়টিতে চারজন শিক্ষক আছে। তার মধ্যে দুই জন পুরুষ ও দুই জন মহিলা। বিদ্যালয় হতে একজন শিক্ষিকা সৈয়দ যুবায়দা রকিব, সি,ইন,এড প্রশিক্ষণে টাঙ্গাইল, পি,টি,আই-এ আছেন। বিদ্যালয়টিতে একটি নতুন ভবনের কাজ চলিতেছে।
বিদ্যানুরাগী মহান ব্যক্তি সৈয়দ আঃ রাজ্জাক মস্তান সাহেব এলাকায় শিক্ষার আলো জ্বালানোর লক্ষ্যে ১৯৭৪ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। ১৯৮৬ সালে বিদ্যালয়টি জাতীয় করণ হয়।
১ম- ৭৩, ২য়- ৭৯, ৩য়- ৫৩, ৪র্থ- ৩৪, ৫ম- ১৮।
মোট সদস্য/সদস্যা- ১২ জন, পুরুষ- ০৮জন, মহিলা- ০৪ জন।
২০০৭- ৬৩%, ২০০৮- ৯০%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ১০০%। ২০১১ সালে এই প্রথম ১ জন বৃত্তি পেয়েছে।
জরিপকৃত শিশুর ১০০% ভর্তি নিশ্চিত করণ। যোগ্যতা ভিত্তি পাঠদান পরিচালনা করে শিক্ষার গুনগত মান উন্নয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস