৩ কক্ষ বিশিষ্ট ১ তলা ১টি বিল্ডিং এবং ৩ কক্ষ বিশিষ্ট স্ট্যান্ড বিল্ডিং একটি। ২টি টয়লেট, ১টি নলকুপ এবং একটি খেলার মাঠ আছে। |
এখানে ১৯৭৮ সালের পূর্বে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় সমাজ বাসী এবং আমি প্রতিষ্ঠাতা মোঃ ফজলুল করিম (প্রধান শিক্ষক) হিসাবে ও সহকারী শিক্ষক মোঃ মাহিনুর রহমান খান এবং ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আজিজুর হক সেলিম রেজা প্রতিষ্ঠাতা হিসাবে গন্যমান্য ব্যক্তির প্রচেস্টায় একটি ছাবড়া তোলা হয় এবং ১৯৯৪ ইং সালে সরকার কর্তৃক রেজিট্রেশন হয়। পরবর্তীতে সরকারী অনুদানে বিদ্যালয়টি বর্তমান রূপ পেয়েছে।
১ম শ্রেনি-৪৬ , ২য় শ্রেনি- ৪৬ ,৩য় শ্রেণি-৫২, ৪র্থ শ্রেণি- ৩৬ ,৫ম শ্রেণি ৪৭ বালক-২২,২২,২৬,১৭,২৬ বালিকা-২৪,২৪,২৬,১৯,২১
সরকারী বিধি মোতাবেক ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি।
২০০৭-৭২%,২০০৮-৮০% ২০০৯-৯৫% ২০১০- ১০০% ২০১১ ১০০%
আলহাজ্ব ইসহাক খান মেমোরিয়াল বৃত্তি
সবার কাছে প্রশংসিত
আদর্শ স্কুল হিসাবে গড়ে তোলা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস