স্থাপনের তারিখ ১৯৯৫। প্রথম অনুমতি ২০০১। প্রথম স্বীকৃতি পত্র ২০০৩সাল হইতেএবং এমপিও ভুক্ত হয় ০২লা মে ২০০৪ইং। মাদরাসার জমির পরিমান ১০১ শতাংশ।ভৌত অবকাঠামো চৌচালা টিনের ৩টি ঘর যথাক্রমে প্রথমটি ৮১হাত,২য়টি ৭২হাত এবং ৩য়টি ৪০হাত। বেঞ্চ চেয়ার,টেবিল ও অন্যান্য আসবাবপত্র প্রয়োজন মতো ও নামাজের জন্য একটি মসজিদ আছে। প্রচলিত কোস সাধারণ কোস এর পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু আছে। শিক্ষক কমচারী প্যাটান মোতাবেক নিয়োগ প্রাপ্ত হইয়া কমরত আছে।
মাদরাসাটি প্রতিষ্ঠা লাভ করার পূবে অত্র মাদরাসার সদস্য জনাবা রেজিয়া ওয়াহেদ স্বপ্ন দেখেন তার বাড়ির পাশে ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন তেলাওয়াত করিতেছে। এই ঘটনা তার মেঝ ছেলে জনাব অধ্যাপক মোঃ শফি উদ্দিন কে বলেন। তারপর তার ছোট ছেলে মোঃশফিকুল ইসলাম কে বলেন । পরবতিতে তাহারা একমত হইয়াএকটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করার চিন্তা করেন। জনাব রেজিয়া ওয়াহেদ মাদ্রাসার নামে ১০১সতাংশ জমি দলিল করিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার কাযক্রম শুরু করেন। এলাকার জনগনের সাবিক সহযোগিতায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
১ম শ্রেনি৩১জন,ছাত্রী ২২জন।
২য় শ্রেনি২৩জন,ছাত্রী ১২জন।
৩য় শ্রেনি১৭জন,ছাত্রী ০৫জন।
৪র্থ শ্রেনি৪৯জন,ছাত্রী ৩১জন।
৫ম শ্রেনি৩৬জন,ছাত্রী ২৩জন।
৬ষ্ঠ শ্রেনি৩৬জন,ছাত্রী ২৪জন।
৭ম শ্রেনি৪০জন,ছাত্রী ২৪জন।
৮ম শ্রেনি২৫জন,ছাত্রী ১৪জন।
৯ম শ্রেনি৩১জন,ছাত্রী ১০জন।
১০ম শ্রেনি২৫জন,ছাত্রী ১৮জন।
সবমোট-৩১৩জন,ছাত্রী১৮৩জন।
বতমানে পরিচালনা কমিটির তথ্য
১১/০২/২০১২ইং হইতে
১০/০২/২০১৪ইং পযন্ত
৩৩ ২৪ ৭২.৭৩ ২০১০
জেডিসি ৩৫ ৩৩ ৯৪.২৯ ২০১১
দাখিল ৬৫ ১৯ ২৯.২৪ ২০০৭
দাখিল ৩৫ ৩৪ ৯৭.১৫ ২০০৮
দাখিল ২৭ ২৩ ৮৯.১৯ ২০০৯
দাখিল ৩৯ ২৮ ৭১.৮০ ২০১০
দাখিল ৪৯ ৩০ ৬১.২৩ ২০১১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস