বিদ্যালয়টি আকৃতি দক্ষিণমূখী। বিদ্যালয়ে তিন তলা বিল্ডিং একটি এবং আধাপাঁকা বিল্ডিং দুটি। বিদ্যালয়ে ১. ৮৫ একর জমি আছে। বিদ্যালয়ের সামনে ১টি পুকুর, ১টি খেলার মাঠ, ১টি পাঁকা মসজিদ, ১টি পূথক পাঠাগার, একটি টাইলস যুক্ত শহীদ মিনার, ১ একটি পূথক ফুলের বাগান আছে। বিদ্যালয়ে একটি মিলনায়তনও আছে। বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসেবে ২০০১ খ্রি. এবং মাধ্যমিক হিসেবে ২০০৪ খ্রি. এম. পি.ও ভূক্ত হয়। বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা এবং কম্পিউটার শিক্ষা, কৃষি,হিন্দু ধম বিষয়খোলার অনুমতি আছে। ভোকেশনাল শাখা খোলারও অনুমতি আছে।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি অম্লান করে রাখার উদ্দেশ্য বিদ্যালয়টির নামকরণ করা হয় কবি নজরুল উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে মনোরম পরিবেশে অবস্থিত। দলবল নিবিশেষে এলাকার সবস্তরের মানুষের সাবিক সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ে প্রতি বছরই শিক্ষাথীরা জুনিয়র বৃত্তি পেয়ে থাকে। ১৯৯৯ খ্রি. জুনিয়র বৃত্তি পরীক্ষায় নাগরপুর উপজেলার মেধা তালিকায় অত্র বিদ্যালয়ের একজন ছাত্রী প্রথম স্থান অধিকার করে।প্রতিবছরই এস.এস. সি পরীক্ষায় কমপক্ষে একজন জিপি ৫ পেয়ে আসছে। ইউনিয়ন পযায়ে ৭ম শ্রেণীর শিক্ষাথীর মধ্যে বৃত্তি প্রতিযোগিতায় প্রতি বছরই ১ম স্নান অধিকার করে। বিতক প্রতিযোগিতায়ও চ্যাম্পয়ন হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মোঃ মাহফুজুর রহমান | 01730853130 | kabinazrulhighschool20@gmail.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
সংখ্যাঃ শ্রেণী ৬ষ্ট মোট ১৭২ছাত্রী ৫৫ জন
৭ম ৭৮ ৩০
৮ম ৬৮ ২৫
৯ম ৭৩ ২৫
১০ম ৬৮ ২৯
সবমোট ৪১২ জনছাত্রী ১৬৮ জন
নাম কমিটিতেঅবঃ শিক্ষাগত যোগ্যত পেশা
মীর দেলোয়ার হোসেন ১ ৭ ৭
মোঃ মাহফুজুর রহমান ৩ ৮ ৯
মোঃ কাদের মিয়া ৪ ৭ ৯
দেলোয়ার হোসেন ৫ ৭ ৯
মোঃ নুরুল হক ৫ ৭ ৯
ফেরদৌসি আক্তার ৫ ৭ ৯
মোঃ ইমান আলী ৭ ১ ১৬
মোঃ নজরুল ইসলাম ৭ ৭ ১৫
কাজী আব্দুর রহিম ৭ ৫ ১১
মোঃ হারেজআলী ৭ ১ ১১
শামছুন্নাহার বেগম ৭ ৪ ১৬
জে এসসি সন পরীক্ষাথী পাস পাসের হার
২০১০ ৭৭ ৭২ ৯৩. ৯১%
২০১১ ৭৭ ৭২ ৯৩. ৯১%
এস.এস.সি ২০০৭ ৪০ ২৬ ৬৫.০০%
২০০৮ ৪২ ৩৫ ৮৩.৩৩%
২০০৯ ৫৭ ৩৪ ৫৯.৬৪%
২০১০ ৪৩ ৩৯ ৯০.৫৯%
২০১১ ৬৩ ৫০ ৭৯.৩৭%
জুনিয়র বৃত্তি ২০১০ খ্রি. ০৩ জন উপবৃত্তি ৭৭ জন।
১৯৯৯ খ্রি. জুনিয়র বৃত্তি পরীক্ষায় নাগরপুর উপজেলায় মেধা তালিকায় একজন ছাত্রী ১ম স্থান অধিকার করে অধ্যাবধি জুনিয়র বৃত্তি পেয়ে আসছে। এস.এস.সি পরীক্ষায় ২০০৭ খ্রি. হতে অধ্যাবধি জি.পি.এ -৫ পেয়ে আসছে। বিভিন্ন বিদ্যালয়ের সাথে বিতক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে চ্যাম্পিয়ন হয়।
বিদ্যালয়টি একটি আদশ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার পরিকল্পনা আছে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি সহ পাসের হার শতভাগ ও গুণগত মান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
গ্রাম- সিংজোড়া, ডাকঘর- গয়হাটা, উপজেলা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস