১৮৮৫খ্রিঃ এম-ই
১৯৫১ খ্রিঃ জুনিয়র হাই স্কুল
১৯৭২খ্রিঃ উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃত প্রাপ্ত।
৩কক্ষ বিশিষ্ট বিল্ডিং ২টি,৬কক্ষ বিশিষ্ট ১টি টিনের ঘর। শ্রেণী কক্ষ ৮টি,গ্রন্থগার ১টি,বিজ্ঞানাগার ১টি,প্রধান শিক্ষকের কক্ষ ১টি, ছাত্রী মিলনায়তন ১টি, খেলার মাঠ ১টি, পুকুর ১টি। টিউবওয়েল ২টি, টয়লেট ৫টি আরও প্রয়োজনীয় আসবাবপত্র আছে। জমির পরিমান ৬একর ১৯শতাংশ।
স্থানীয় বিদোৎসায়ী অজন্ত কুমার বসু শিক্ষা বিস্থারের উদ্দ্যেশে ১৮৮৫ সালে তাহা মাতার নামে ত্রিপুড়া সুন্দরী এম.ই স্কুল প্রতিষ্ঠা করেন। অবৈতনিক প্রাথমিক শিক্ষা চালুর পর ১৯৫১সালে শিক্ষক ও স্থানীয় হিতৈষীগণের প্রচেষ্ঠায় ১৯৫১ সালে জুনিয়র হাই স্কুলে উন্নিত হয়। স্বাধীনতা উত্তর ১৯৭২সালে প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে উন্নিত হয়।
মোট ছাত্র-ছাত্রী-২১৮জন।
অনুমোদনের তারিখ ২৯/১২/২০১২খ্রিঃ
জেএসি-২০১০ সালে ৭৮.৩৯%
জেএসি-২০১১ সালে ৭৩%
এসএসসি-২০০৭ সালে ৪৭%
এসএসসি-২০০৮ সালে ৭৫%
এসএসসি-২০০৯ সালে ৫২%
এসএসসি-২০১০ সালে ৬৯.২৩%
এসএসসি-২০১১ সালে ৭৩%
জুনিয়র বৃত্তি নাই, উপবৃত্তি ৪৭জন।
বিদ্যালয়টিকে কারিগরী শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রিতষ্ঠানে রুপান্তরিত করার পরিকল্পনা আছে।
টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কের সংলগ্ন মধ্যবতী স্থানে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস