১। বিদ্যালয়টি মনোরম পরিবেশে অবস্থিত।
২। পিইডিপি-২সহ একতলা বিশিষ্ট ২টি ভবন।
৩। পুরাতন জরাজীর্ন ১টি টিন সেট ঘর।
৪। ৬ শিক্ষকের স্থলে ৩ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে।
৫। প্রয়োজন সংখ্যক শিক্ষক পেলে আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে।
বিদ্যালয়টি অজপাড়া গায়ে অবস্থিত। তৎ কালীন সময়ে কোন প্রতিষ্ঠান ছিল না। তাই গ্রামের হিতৈসী ব্যক্তিবর্গ মিলে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে ১৯৭৩ সনে সরকারী করণ করা হয়। মোট জায়গার পরিমান ০.৪৯ শতাংশ । সরকারী ও ম্যানেজিং কমিটি সহ যোগীতায় বর্তমানে চলছে। |
শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট |
বালক-১২ বালিকা-১৮ | বালক-৩৬ বালিকা-১৪ | বালক-৩১ বালিকা-২৬ | বালক-২৪ বালিকা-২০ | বালক-২৯ বালিকা-১১ | বালক-০৯ বালিকা-১৪ |
|
মোট-৩০
| ৫০
| ৫৭
| ৪৪
| ৫০
| ২৩
| ২৫৪ |
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। মোঃ মহিম উদ্দিন ২। মোঃ বিলায়েত হোসেন ৩। আহাম্মদ আলী ৪। নিপা শিকদার ৫। নূরজাহান বেগম
| সভাপতি সহ-সভাপতি সদস্য সদস্য সদস্য
| ৬। নাছিমা বেগম ৭। ফাতেহা বেগম ৮। মোঃ মানিক মিয়া ৯। মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ ১০। মোঃ সোরহাব আলী ১১। আবু তালেব মিয়া ১২। নূরুল ইসলাম
| সদস্য সদস্য সদস্য সদস্য সচিব সদস্য সদস্য সদস্য
|
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
১০০% পাশ | ৮৩% পাশ | ৮৬% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ |
১। প্রাথমিক শিক্ষা চক্রের সমাপ্তি হার বৃদ্ধি পেয়েছে।
২। ৬+১০ বয়সী শিশু ভর্তির হার ১০০% সম্পন্ন হয়েছে।
শ্রেণী ভিত্তিক যোগ্যতা অর্জনের পদক্ষেপ গ্রহণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস