বিদ্যালয়টি সুন্দর পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ে দুইটি ভবন,বিদ্যালয়ে ১টি খেলার মাঠ আছে। বিদ্যালয়ে আসার জন্য রাস্তা আছে। কিন্তু সামান্য বর্ষায় খেলার মাঠে প্রতি বছর পানি উঠে। জমির পরিমান ৭৫ ডিঃ। বিদ্যালয়টি নাগরপৃর উপজেলার ভাদ্রা ইউনিয়নে সেহরাইল গ্রামে অবস্থিত।
বিদ্যালয়টি যে জায়গায় অবস্থিত এটি শ্রী রাম চন্দ্র ঘোষের বাড়ী ছিল। তারা ভারত বর্ষে চলে য়ায়। তারা ভারত বর্ষ থেকে সেহরাইল মোঃ আজিমুদ্দিন মিয়াকে ও গ্রামের কতিপয় হিতসী ও জ্ঞানী ব্যাক্তি বর্গের কাছে চিঠি লিখে জানায় প্রাথমিক বিদ্যালয়/মসজিদ/মন্দির করার জন্য জানায় আরও লিখে জানায় যা ভাল হয় তাই করবেন। কলেজ পড়ুয়া ও জ্ঞানী ব্যক্তি বর্গ প্রথম একটি কুড়ো ঘর দিয়ে বিদ্যালয় শুরু করেন ও খেলার মাঠ তৈরী করেন। কিছু দিন পড়েই রেজিঃ প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পাঠনা শরু করেন শিক্ষক মোঃ ইমারত হোসেন ও মরহুম দরবেশ আলী শিক্ষক ছিলেন। ১৯৭০ সালে সেহরাইল রেজিঃ প্রাথমিক বিদ্যালয় একটি আধাপাকা বিল্ডিং ভবন তৈরী হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে সরকারী করণ হয়।
শিশু শ্রেণী | ১ম শ্রেণী | ২য় শ্রেণী | ৩য় শ্রেণী | ৪র্থ শ্রেণী | ৫ম শ্রেণী | মোট |
২২ জন | ৬৮ জন | ৫৮ জন | ৫১ জন | ৭১ জন | ৪২ জন | ৩১২ জন |
নাম | পদবী | নাম | পদবী |
১। মোঃ জিন্নত আলী (বিদ্যোৎসাহী) ২। জানে আলম (জমি দাতা) ৩। মোঃ আঃ রহমান ৪। মোঃ স্বপন মিয়া ৫। রেখা বেগম (বিদ্যোৎসাহী)
| সভাপতি
সহঃ সভাপতি মেধাবী সদস্য ইউপিঃ সদস্য
সদস্য | ৬। মোঃ আবু বকর সিদ্দিক (উঃবিঃ) ৭। মোঃ আলী হোসেন ৮। মোঃ বাবুল হোসেন ৯। জীবুনেছা বেগম ১০। দিলরুবা বেগম ১১। অলেকা ইয়াসমিন ১২। মোঃ আব্দুল আজিজ মিঞা | সদস্য সদস্য সদস্য সাধারণ সদস্য সাধারণ সদস্য সাধারণ সদস্য সাধারণ শিঃ প্রতিনিধি সদস্য সচিব/প্রঃ শিঃ |
(১) ২০১১ সন - ১০০% (২) ২০১০ সন - ১০০% (৩)২০০৯ সাল ১০০% একটি সাধারন বৃত্তি। (৪) ২০০৮ সাল- ১০০% একটি সাধারন বৃত্তি। (৫) ২০০৭ সালু ১০০% ১০০% একটি সাধারন বৃত্তি।
প্রতি বছর ৫ম শ্রেণী সমাপনী পরীক্ষা ১০০% পাশ, ঝড়ে পড়া হার হ্রাস। ১০০% ভর্তি নিশ্চি করণ, শিক্ষার মান উন্নয়ন ইত্যাদি।
আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা। ১০০% ভর্তি অব্যাহত রাখা। উপস্থিতির হার বৃদ্ধি করণ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস