এটি একটি আদর্শ বিদ্যাপীঠ। এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেক ডাক্তার এবং প্রকৌশলীর জন্ম হয়েছে। অনেকে বিভিন্ন সরকারী এবং বেসরকারী অফিস আদালতে উচ্চপদে কর্মরত আছেন।
প্রথমে এটি ছিল একটি মক্তব। পরে আরবি পড়ানের পাশাপাশি বাংলা এবং ইংরেজী পড়ানোর বব্যস্থা করা হয়। এভাবে গ্রামের বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের নিরলস প্রচেষ্টায় জন্মলাভ করে এই বিদ্যাপীঠ।
১ম শ্রেণি-৮০, ২য় শ্রেণি-১১৩, তৃয় শ্রেণি-৯৩, ৪র্থ শ্রেণি-১০৩, পঞ্চম শ্রেণি-৬৩ মোট= ৪৫২ জন
১। হাজী মোঃ আঃ মজিদ মিয়া ২। মোঃ আতিউল হক ৩। মোঃ দেলোয়ার হোসেন দুলাল ৪। মোঃ আরশেদ আলম ৫। মোঃ গোলাম মোস্তফা ৬। মোঃ ইব্রাহিম মিয়া ৭। মোঃ আমির হোসেন ৮। মোসাঃ শিউলী বেগম ৯। মোছাঃ তাসলিমা বেগম ১০। মোসাঃ আফরোজা আক্তার ১১। লাকী ১২। মৃদুল শান্তি বিশ্বাস
সন পরীক্ষার্থীর সংখ্যা উত্তীর্ণ পাশের হার
২০০৭ ৪৮ ৪৭ ৯৭.৯১%
২০০৮ ৫৮ ৫৬ ৯৬.৫৫%
২০০৯ ৪৫ ৪৪ ৯৭.৭৭%
২০১০ ৬১ ৫৯ ৯৬.৭২%
২০১১ ৬২ ৬২ ১০০%
শতভাগ ভর্তি নিশ্চিতকরণ এবং সমাপনী পরীক্ষায় শতভাগ পাশ।
এক শিফট বিশিষ্ট স্কুল করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস