বিদ্যালয়টি ১৯৯৭ ইং তারিখে অবহেলিত এলাকায় প্রতিষ্ঠিত হয়ে, গরীব, দঃখী মানুষের সন্তানদের শিক্ষা বিস্তার করে জাতির উন্নয়নে কাজ করছে। জে।। এস. সি, এস. এস.সি পরীক্ষায় ফলাফল সন্তোষজনক। পতি বছর জুনিয়র বৃত্তি ও এ + পেয়ে আসছে। বিদ্যালয়টি মফস্বলে হলেও মনোরম পরিবেশ বিরাজমান। দুটি পাকা ও দুটি টিনসেটের ঘর সহ সম্মুখে সুবিশাল খেলার মাঠ ও পচ্শিম পাশে একটি পুকুর রয়েছে। শিক্ষার,মান উন্নয়নে কম্পিউটার, কৃষি শাখা সহ বিভিন্ন বিষয় খোলা আছে।
পচাসারটিয়া গ্রাম তথা প্রত্যন্ত এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চৌবাড়ীয়া, পচাসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুনাম ধন্য সুযোগ্য শিক্ষক জনাব মেহের আলী খান সাহেবের পাচ সন্তানের মধ্যে দুই পুত্র সন্তান ডাঃ লিয়াকত আলী খান ও ডাঃ তাহেরুল ইসলাম খান পিতার নামে ১৯৯৭ সালে পচাসারটিয়া মেহের আলী খান উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠ করেন। উচ্চবিদ্যালয়ের জমির পরিমান ২.৫ একর ।
শ্রেণী ছাত্র ছাত্রী
৬ষ্ঠ ৫৭ ৫০
৭ম ৫০ ৫৪
৮ম ৩৪ ৪০
৯ম ১৯ ২০
১০ম ২১ ১৬
১৮১ জন ১৮০ছাত্রী
সবমোট= ৩৬১জন
NAFISA AREFIN 1 08 02
MD. ABDUS SAMAD 4 5
MD. AMIR HAMZA 7 5 13
MD. BABAR ALI KHAN 7 6 09
MD. ABDUR RASHID 7 5 13
MD. MOSARROF HOSSAIN 7 4 10
MST. DOLI AKTER 7 4 16
MD. AHSAN HABIB 5 7 09
MD. SHAHIDUR RAHMAN 5 8 09
MST. ALAYA KHATUN 5 7 09
MD. FARHAD HOSSAIN 3 8 09
জে, এসসিও পাবলিক পরীক্ষার ফলাফলঃ
জে.এস.সি ২০১০ মোট ৩৪ জনপাশ ৪৯%,
জে.এস.সি ২০১১ মোট ৩৯ জনপাশ ৭৯%,
এস.এস.সি ২০০৭ মোট ১৫ জন পাশ ৬৬.৬৭%
এস.এস.সি ২০০৮মোট ০৮জন পাশ ৭৫%
এস.এস.সি ২০০৯মোট ২৩জন পাশ ৬৯.৫৭%
এস.এস.সি ২০১০মোট ২০জন পাশ ৭০%
এস.এস.সি ২০১১মোট ২৪জন পাশ ৬৬.৬৬%
জুনিয়র বৃত্তি=একজন, উপবৃত্তি= ৮০জন,
জে, এস.সি পরীক্ষায় এ + জুনিয়র বৃত্তিপরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি । বিভিন্ন সহ পাঠ্যএম কাযাবলীতে অংশ গ্রহন ও কিছু বিষয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন।
জে, এস.সি পরীক্ষায় শত ভাগ পাশের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্ময়ে কমিটি গঠন করে চিহিত সমস্যাবলীর সমাধান করব। এলাকার বিভিন্ন শ্রেনীর লোকদের নিয়ে সভা করে আলোচনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন ঘটাব। শিক্ষক, অভিভাবক, ও ম্যানেজিং কমিটম ও এলাকার গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে শিক্ষাথীর সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করব। শিক্ষাথীর কাংক্ষিত উপস্থিতি ও শত ভাগ পাশের লক্ষ্যে বৎসরে দু বার অভিভাবক দিবস করব। সরকারী বেসরকারী ও এলাকার বিত্তবানদের সহযোগিতায় মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামো গত উন্নয়নের জন্য কাজ করব। বিদ্যালয়ের পাঠাগার সত্রিয়রেখে শিক্ষাথীদের মেধার বিকাশ ঘটাব।
পচাসারটিয়া মেহের আলী খান উচ্চ বিদ্যালয়
ডাকঘর- পচাসারটিয়া, উপজেলা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস