বিদ্যালয়টি গ্রাম এলাকায় অবস্থিত। পরিবেশ ভাল। জমির পরিমান ৪৪ শতাংশ। দুটি ভবন একটি সেমি পাকা ঘর ৪ কক্ষ বিশিষ্ট। অন্যটি P.E.Dp-2এর দুই কক্ষ বিশিষ্ট বিল্ডিং। উপজেলা হতে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ১০ কিঃমিঃ খেলাদুলার ছোট মাঠ আছে।
১৯৬৮ খ্রিষ্টাব্দের জানুয়ারী মাসে প্রতিষ্ঠিত হয়। জমিদাতাগন (১) মরহুম ইসমাইল উদ্দিন শিকদার (২) মরহুম আইন উদ্দিন শিকদার (৩) মরহুম নাদিম উদ্দিন (৪) মরহুম আবুসাইদ শিকদার। প্রতিষ্ঠার সময় জমি দাতা গন শিক্ষা অনুরাগী ও ধার্মিক ব্যক্তি হিসাবে সমাজে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠানের সময় শুধু মাত্র টিনে ছাপড়া ঘর ছিল। বর্তমানে দুইটি ভবন P.E.Dp-2 এর একটি সেমি পাকা ভবন। শিক্ষার পদ সংখ্যা ছয়টি। বর্তমানে দুইজন শিক্ষক শুন্য পদে আছে।
১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট |
বালক-৪০ বালিকা-২৫ মোট-৬৫
| বালক-৪২ বালিকা-৩১ মোট-৭৩
| বালক-২৭ বালিকা-৪২ মোট-৬৯
| বালক-২৪ বালিকা-২৪ মোট-৪৮
| বালক-২২ বালিকা-২১ মোট-৪৩
| বালক-১৫৫ বালিকা-১৪৩ মোট-২৯৮
|
নাম
| পদবী
| নাম
| পদবী
|
১। জনাব মোঃ আব্দুর রাজ্জাক ২। আবুল কালাম ৩। জনাবা মেহেরুননেছা ৪। জনাব মোঃ মোখরেছুর রহমান ৫। জনাব আয়তাল হক
| সভাপতি সহ-সভাপতি সদস্য সদস্য সদস্য
| ৬। জনাবা ফিরোজা বেগম ৭। জনাবা রাহিমা বেগম ৮। জনাব মোঃ মজিবুর রহমান ৯। জনাব মোঃ আনোয়ার হোসেন ১০। জনাবা কামরুন্নাহার ১১। জনাব মোঃ ফজলুল হক মিয়া | সদস্য সদস্য সদস্য সদস্য শিক্ষক প্রতিনিধি সদস্য সচিব/প্রঃ শিঃ |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ |
৫০% পাশ | ৯০% পাশ | ৯৭% পাশ | ১০০% পাশ | ১০০% পাশ |
পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
১০০% ছাত্র/ছাত্রী ভর্তি নিশ্চিতকরনসহ ঝড়ে পড়ার হার ০% আনার প্রচেষ্টা এবং ৫ম শ্রেণীর সমাপনীতে ১০০% পাশের হার প্রতি বছর নিশ্চিতকরা। বিদ্যালয়ের কম্পিউটার চালুর ব্যবস্থা ও ছাত্র/ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস