চৌবাড়িয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসাটি টাংগাইল জেলার নাগরপুর উপজেলাধীন ভারড়া ইউনিয়নে চৌবাড়িয়া গ্রামে অবস্থিত। এর দক্ষিণ দিকে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বাজার আছে। এই প্রতিষ্ঠানটি ধলেশ্বরী নদীর দক্ষিণ পাশে অবস্থিত। এই মাদ্রাসার একটি নিজেস্ব কাঠাল গাছ রয়েছে যা মাদ্রাসার সৌন্দর্য্য আর সুন্দর ও মনোরম করে তুলেছে।
চৌবাড়ীয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসাটি ০১/০১/১৯৯৩ইং সনে প্রতিষ্ঠা করা হয়। অত্র চৌবাড়িয়া গ্রামটি একটি জনবহুল গ্রাম। এখানে ধর্মীয় শিক্ষা একেবারে নাই বললেই চলে। এই প্রেক্ষাপটে মরহুম আবুল হাশেম মিয়া তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি দাখিল মাদ্রাসা তৈরীর পরিকল্পনা করেন। অবশেষে তিনি ১০২ (এক শত দুই) শতাংশ জমি মাদ্রাসার নামে ওয়াক্ফ করে দেন। আরো এলাকার অন্যান্য মানুষের সাহায্য সহযোগীতা নিয়ে এই মাদ্রাসাটি তৈরী করেন।
শ্রেণী | মোট | ছাত্রী |
শিশু শ্রেণী | ৩২ | ১৫ |
১ম শ্রেণী | ২০ | ১২ |
২য় শ্রেণী | ৩০ | ১৮ |
৩য় শ্রেণী | ২০ | ৮ |
৪র্থ শ্রেণী | ১৬ | ৮ |
৫ম শ্রেণী | ৩৫ | ১৮ |
৬ষ্ঠ শ্রেণী | ৩৫ | ১৯ |
৭ম শ্রেণী | ৪০ | ১৮ |
৮ম শ্রেণী | ৩৯ | ২৬ |
৯ম শ্রেণী | ২৫ | ১২ |
১০ম শ্রেণী | ২৭ | ১২ |
সর্বমোট= | ৩১৯ | ১৬৬ |
পরীক্ষা | সাল | পরীক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা |
জেডিসি | ২০১০ | ৩১ | ১৯ |
,, | ২০১১ | ২৮ | ২৭ |
দাখিল | ২০০৭ | ৬১ | ১৫ |
,, | ২০০৮ | ৪৪ | ৩৭ |
,, | ২০০৯ | ৩৫ | ২৪ |
,, | ২০১০ | ৪২ | ৩২ |
,, | ২০১১ | ২৭ | ১৭ |
অত্র মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক, চৌবাড়িয়া গ্রামে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে এলাকায় ধর্মীয় শিক্ষা দিন দিন বেড়ে চলেছে।
অত্র মাদ্রাসাটি আলিম খোলার পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতে যেন ১০০% পাশ করতে পারে এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় ছাত্রছাত্রী পাশ করতে পারে এ ব্যাপারে অভিভাবক এবং পরিচালনা কমিটি নিয়ে নিয়মিত সভা করার পরিকল্পনা আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস