গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়টি টাঙ্গাইল জেলাধীন নাগরপুর উপজেলার অমর্ত্মরগত গয়হাটা গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি বিদ্যালয়টি তৎকালীন জমিদার কালিকুমার সেন তাঁর মাতা উদয় তারা সেন চৌধুরানীর স্মৃতি ধরে রাখার জন্য এবং তৎসময়ে এলাকার অবহেলিত জনগনকে সুশিক্ষায়শিক্ষিতকরে গড়ে তোলার প্রয়াসে স্থাপন করেন। বিদ্যালয়টি ৬ষ্ঠ শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যমত্ম অনুমোদিত।
বিদ্যালয়টি ১৮৭৯ ইং সালে স্থাপিত ইং হইতে বিদ্যালয়টি ৬ষ্ট শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত স্বীকৃতি প্রাপ্ত । বর্তমানে বিদ্যালয়টিতে সহ শিক্ষা কার্যক্রম আলু আছে। বর্তমানে ৫৪৯ জন শিক্ষার্থী অধ্যয়ন করিতেছে। |
শ্রেণী ছাত্র ছাত্রী মোট ৬ষ্ঠ ৯১ ৫৯ ১৫০ ৭ম ৮৫ ৩৯ ১২৪ ৮ম ৬৬ ৩৭ ১০৩ ৯ম ৭২ ৩০ ১০২ ১০ম ৫৪ ১৬ ৭০ সর্ব মোট = ৩৬৮ ১৮১ ৫৪৯ Rb |
নাম কমিটিতে অবস্থান শিঃ যোগ্য পেশা মোঃ আহসানুল ইসলাম সভাপতি-১ অনিমেষ চন্দ্র সরকার মোঃ আববাছ উদ্দিন শূন্য শ্যামলেন্দু দাস মোঃ আজিজুর রহমান মোঃ নুরম্নল ইসলাম মোঃ রেজাউল করিম স্বপনা বেগম শূন্য মোঃ আমিনুর রহমান মোঃ আবুল হোসেন প্রধান শিক্ষক |
জে.এস.সি- ২০১০ মোট ৮৯জন পাশ ৬৪জন ৭১.৯২% জে.এস.সি- ২০১১ মোট ১৩৩ জন পাশ ১০১জন ৭৫.৯৪% এস.এস.সি-২০০৭ মোট ৬০ জন পাশ ৩৩ জন ৫৫% এস.এস.সি- ২০০৮ মোট ৪৯ জন পাশ ২৯ জন ৫৯% এস.এস.সি-২০০৯ মোট ৫৩ জন পাশ ২৩ জন ৪৩.৪০% এস.এস.সি ২০১০ মোট ৬৪ জন পাশ ৩৯ জন ৬১% এস.এস.সি ২০১১ মোট ৭০ জন পাশ ৫৩ জন ৭৬% |
জুনিয়র বৃত্তি নাই। উপবৃত্তি ২০১১ ৬ষ্ঠ শ্রেনী জন ৭ম ‘‘ জন ৮ম জন ৯ম জন ১০ম জন |
বিদ্যালয়টির পাবলিক পরীক্ষারফলাফল সমেত্মাষজনক ও ছাত্র-ছাত্রী সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জাতীয় পর্যায়ে স্কাউটিং প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন । বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ডাক্তার,ইঞ্জিনিয়ার ও সরকারের বিভিন্ন সংস্থায়/দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা যারা বর্তমানে সরকারের বিভিন্ন সংস্থা/দপ্তরে কর্মরত আছেন তারা বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর মাধ্যমে বৃত্তি প্রদানসহ সার্বিক সহযোগিতা করে আসছেন। |
বিদ্যালয়টির ভৌত অবকাঠামা উন্নয়ন ও কলেজ শাখা খোলার পরিকল্পনা রহিয়াছে। |
গ্রাম-গয়হাটা, ডাকঘর- গয়হাটা, উপজেলা- নাগরপুর, জেলা- টাংগাইল |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস