জয়ভোগ পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলাধীন, মামুদনগর
ইউনিয়নের জয়ভোগ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। বিদ্যালয়টি সকল শিক্ষক কর্মচারী ও এলাকা বাসীর প্রত্যক্ষ প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়টি শুরু থেকেই সফলতার সাথে এগিয়ে চলেছে। এবং বিগত সময়ের ফলাফল সন্তোষ জনক।
প্রতিষ্ঠানটি সর্বস্তরের জনসাধারণের সাহায্য সহযোগিতায় ও শিক্ষক কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের ফলে দীর্ঘ প্রায় ১৪ বছর পর সরকারের সুদৃষ্টি পরায় ২০১০ সালে এম,পি,ও ভূক্তি করণ হয়। প্রতিষ্ঠানটি এখন নানা মুখী সমস্যার মধ্যে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়টি এখনও কোন ফ্যাসালিটি বিভাগ থেকে কোন ভবন নির্মিত হয়নি।
শ্রেণী সর্বমোট ছাত্রী
৬ষ্ঠ ৭৭ ৪২
৭ম ৭৫ ৪০
৮ম ৬৬ ৩৫
সর্বমোট = ২১৮ জন ১১৭ জন
নাম পদবী শিক্ষাগত যোগ্যতা পেশা
জনাব ছবি সরকার সভাপতি এম.এ চাকুরী
’’ মোঃ আফজাল হোসেন অভিভাবক সদস্য বি.এ শিক্ষকতা
’’ মুহাম্মদ ফারুক হোসেন শিক্ষক প্রতিনিধি বি.এ,(বি.পি.এড) শিক্ষকতা
’’ মুহাম্মদ আনোয়ার হোসেন সদস্য সচিব বি.এ, (বি.এড) শিক্ষকতা
অনুমোদনের তারিখ- ০৭/০৩/২০১২ইং
জে,এস,সি ২০১০ সালে ১৭ জন পাশ ১৬ জন
’’ ২০১১ সালে ৩১ জন পাশ ২৪ জন
ভাল ফলাফল অর্জন করা ও বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নিত করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস