বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রাম নাগরপুর হতে ১২কিলো মিটার পশ্চিমে অবস্থিত। ৯০'ও ৪০' ফিট পাকা ভবন ৪১২' ফিট মেঝে পাকা টিনের ঘর, পাকা গেইট সহ ৩০০ ফিট সীমানা প্রাচীর, পৃথক লাইব্রেরী , কম্পিউটার ল্যাব, খেলার মাঠ ও ফুলের বাগান রয়েছে।
এলাকার শিক্ষা সুবিধা বঞ্চিত জনসাধারণের একটি শিক্ষা প্রতিষ্ঠানের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ১৯৯৬ খ্রি. ডিসেম্বর মাসে গন্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সযোগিতা ও আথির্ক সাহায্য নিয়ে বিদ্যালটির অস্থিত্ব প্রকাশ পায়। বিভিন্ন চড়াই উৎরাই পাড়ি দিয়ে ২০০০ খ্রি. একাডেমিক গৃহ নির্মান পূর্বক পাঠদাম কার্যক্রম শুরু হয়। ২০০১ খ্রি. পাঠদানের অনুমতি ২০০২ খ্রি. অস্থায়ী একাডেমিক স্বীকৃতি ২০০৩ খ্রি. নবম শ্রেণী খোলার অনুমতি ২০০৪ খ্রি. নিম্ন মাধ্যমিক পর্যায়ে এম,পিও ভুক্তি ২০০৯ খ্রি. বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষ শাখা খোলা ২০১০ খ্রি. মাধ্যমিক পর্যায়ে এম,পিও ভুক্তি, ২০১১ খ্রি. তিনটি অতিরিক্ত শ্রেণী শাখা খোলা, ২০১১খ্রি. কারিগরি শাখায় পাঠদানের অনুমতি লাভ করে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী পাঠদানের অনুমতি লাভের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
মোঃ শাহীনুর রহমান | 01710012605 | ghuniparaabsc@yahoo.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণী মোট ছাত্রী
৬ষ্ঠ ৩৪৯ ১৭৬
৭ম ১৮১ ৮৩
৮ম ২৩৫ ৯৪
৯ম ১৪৭ ৪১
৯ম ভোক) ৫১ ২১
১০ম ১১৩ ৩৪
সর্বমোট= ১০৭৬ জন ৪৪৯ জন
নিয়মিত ১২ সদস্য বিশিষ্ট অনুমোদন ২০/০৮/২০১০ খ্রি. মেয়াদ ১৯/০৮/২০১২খ্রি. পর্যন্ত।
জেএসি ২০১০, ৮৯% ২০১১ ৮৭.৪২%
এস.এসি ২০০৭- ৯২.৫০%, এবং ২০০৮ হতে ২০১১ পর্যন্ত ১০০%
জুনিয়র বৃত্তি ২০১১- ০১ জন, উপবৃত্তি ভূক্ত ছাত্রী ১৯৩ জন, ছাত্র ৪২ জন
এস.এস.সি পরীক্ষায় শতভাগ পাশ, উপস্থিতি ৯০%, সকল শিক্ষক এর প্রশিক্ষণ, কাংখিত শিক্ষার্থীর সংখ্যা খেলাধুলায় সাফল্য ভলিবলে জাতীয় পর্যায়ে দুবার অংশগ্রহন ফুলের বাগান পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।
উপস্থিতি শতভাগও ঝরে পরা রোধ নিশ্চিত করা শিক্ষার্থী প্রতি ১ বর্গ মিটার স্থান, ইউসেব শ্রেণী কক্ষ, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবস্থা, দৃষ্টিনন্দন ফুলবাগান, ছাত্রীবাস, বৃহৎ কম্পিউটার ল্যাব, সুপরিসর বিজ্ঞান ভবন, কারিগরি শাখায় অধিক ট্রেড, একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলা সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সর্বপরি শিক্ষর গুনগত মান উন্নয়ন।
ঘুনি পাড়া আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়, ডাকঘর- সলিমাবাদ, উপজেলা- নাগরপুর, জেলা-টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস