Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আন্দিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়টিতে মোট ২টি ভবন আছে। একটি ভবন পাকা এবং আরেকটি ভবন সেমিপাকা তবে জরাজীর্ন অবস্থা। পাকা ভবনটিতে কক্ষের সংখ্যা-২। সেমিপাকা ভবনটিতে অফিসসহ মোট ৪টি কক্ষ আছে যাহা খুবই ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ে ৬ জন শিক্ষক/ শিক্ষিকা এবং ২৩০ জন শিক্ষার্থী আছে। অত্র বিদ্যালয়ের পাসের হার ১০০% এবং প্রায় বছর বৃত্তি পেয়ে থাকে। বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ আছে। উওর পাশে একটি জামে মসজিদ এবং দক্ষিণ পাশে একটি কমিউনিটি ক্লিনিক আছে। বিদ্যালয়ের পাশ দিয়ে একটি খীড়াই বিল আছে। বিদ্যালয়টি উপজেলা থেকে ৬ কিঃ মিঃ দক্ষিনে অবস্থিত। যা নাগরপুর-মেঘনা বাজার রাস্তা থেকে ৫ কিঃ মিঃ দক্ষিনে যাওয়ার পর কাঁচা রাস্তায় ১ কিঃ মিঃ পশ্চিমে অবস্থিত। ১ কিঃ মিঃ কাঁচা রাস্তা যাহা ছাত্র-শিক্ষকদের যাতায়াতের জন্য অনুপযোগী। বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর ইউনির্ফম আছে। বিদ্যালয়ের সামনে একটি কৃষ্ণচূড়া গাছ আছে যাহা প্রাকৃতিক শোভা বর্ধন করে। বিদ্যালয়কে নিয়ে আমরা গর্ববোধ করি।