গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা/মাঠ পর্যায়ে অফিস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, টাঙ্গাইল।
সেবার ধাপঃ
১। ভিজিডি কার্যক্রমঃ
· ইউনিয়ন কমিটি
· উপজেলা কমিটি
· জেলা কমিটি
· উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ
· প্রতিমাসে ইউনিয়ন পরিষদ হতে খাদ্য প্রাপ্তি।
২। মাতৃত্বভাতা প্রদান কার্যক্রমঃ
· ইউনিয়ন বাছাই কমিটি কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচন।
· উপজেলা বাছাই কমিটি কর্তৃক তালিকা চুড়ান্ত করণ।
· উপকারভোগীর সুবিধা ভোগ।
৩। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ
· ইউনিয়ন কমিটি।
· উপজেলা কমিটি।
· জেলা কমিটি।
৪। ঋণ কার্যক্রমঃ
· বিজ্ঞপ্তী প্রচার।
· আবেদন পত্র বাছাই
· উপজেলা (সদর) ঋণ কমিটি বাছাই ও অনুমোদন।
· ঋণ প্রদান।
৫। সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমঃ
· বিভিন্ন দিবস উদযাপন।
· উঠান বৈঠক।
· আলোচনা সভা।
· কর্মশালা/সেমিনার।
সিটিজেন চার্টারঃ
ক্রঃনং | কার্যক্রম | সেবার ধরণ | সেবা গ্রহণকারী | নিস্পত্তির সময় |
১ | ২ | ৩ | ৪ | ৫ |
১। | ভিজিডি | দুই (২) বৎসর যাবৎ ৩০ কেজি খাদ্য সহায়তা | দুঃস্থ মহিলা | যথাসময়ে |
২। | মাতৃত্বভাতা প্রদান | দুই(২) বৎসর যাবৎ ৩৫০/-ভাতা | দুঃস্থ, গর্ভবর্তী ও দুগ্ধদায়ী মা | যথাসময়ে |
৩। | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ। | নির্যাতিতা নারী ও শিশু | অবিলম্বে। |
৪। | ক্ষুদ্র ঋণ কার্যক্রম | ৫ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত ঋণ প্রদান। | দুঃস্থ মহিলা | অবিলম্বে। |
নাগরপুর, টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস