Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু  বিষয়ক মন্ত্রনালয়াধীন  মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা/মাঠ পর্যায়ে অফিস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, টাঙ্গাইল।

ছবি
label.column.field_office_cism

কি সেবা কিভাবে পাবেন

সেবার ধাপঃ

১। ভিজিডি কার্যক্রমঃ

·        ইউনিয়ন কমিটি

·        উপজেলা কমিটি

·        জেলা কমিটি

·        উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ

·        প্রতিমাসে ইউনিয়ন পরিষদ হতে খাদ্য প্রাপ্তি।

২। মাতৃত্বভাতা প্রদান কার্যক্রমঃ

·        ইউনিয়ন বাছাই কমিটি কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচন।

·        উপজেলা বাছাই কমিটি কর্তৃক তালিকা চুড়ান্ত করণ।

·        উপকারভোগীর সুবিধা ভোগ।

৩। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ

·        ইউনিয়ন কমিটি।

·        উপজেলা কমিটি।

·        জেলা কমিটি।

৪। ঋণ কার্যক্রমঃ

·        বিজ্ঞপ্তী  প্রচার।

·        আবেদন পত্র বাছাই

·        উপজেলা (সদর) ঋণ কমিটি বাছাই ও অনুমোদন।

·        ঋণ প্রদান।

৫। সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমঃ

·        বিভিন্ন দিবস উদযাপন।

·        উঠান বৈঠক।

·        আলোচনা সভা।

·        কর্মশালা/সেমিনার।

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

 

ক্রঃনং

কার্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহণকারী

নিস্পত্তির সময়

১।

ভিজিডি

দুই (২) বৎসর যাবৎ ৩০ কেজি খাদ্য সহায়তা

দুঃস্থ মহিলা

যথাসময়ে

২।

মাতৃত্বভাতা প্রদান

দুই(২) বৎসর যাবৎ ৩৫০/-ভাতা

দুঃস্থ, গর্ভবর্তী ও দুগ্ধদায়ী মা

যথাসময়ে

৩।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে ব্যবস্থা গ্রহণ।

নির্যাতিতা নারী ও শিশু

অবিলম্বে।

৪।

ক্ষুদ্র ঋণ কার্যক্রম

৫ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত ঋণ প্রদান।

দুঃস্থ মহিলা

অবিলম্বে।

যোগাযোগ

নাগরপুর, টাঙ্গাইল।