1) কম্পিউটারের Dড্রাইভে নিজ নামে একটি ফোল্ডার খুলে এর মধ্যে রোল নম্বর নাম দিয়ে একটি ওর্য়াড ফাইল খুলে নিন্ম লিখিত অংশ টুকু টাইপ করুন।
১ম সূত্র ॥ আস্থা- বিশ্বস্ততা
· নিজের প্রতি আস্থা রাখুন। কাজের প্রতিবিশ্বস্ত থাকুন। কাজই হোক আপনার প্রেম।
· আংশিক নয়, পেশাকে পরিপূর্ণরূপেগ্রহণ করুন। যখন যে পেশায় থাকবেন, সে পেশার কাজের সঙ্গে একাকার হয়ে যান।
· কাজকে অবহেলা করবেন না। গোঁজামিল বা ফাঁকি দেবেন না।
· কোনো অপারগতায়অজুহাত দেবেন না। যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে সরল স্বীকারোক্তি করুন।
· ভানবা অভিনয় নয়, মনের আনন্দে কাজ করুন। প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানে যোগ দিন। কাজেবৈচিত্র্য আনুন।;
· যতদিন যে প্রতিষ্ঠানে চাকরি করছেন, ততদিন তারস্বার্থরক্ষায় আপনার পক্ষে করণীয় সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখুন।
২য় সূত্র ॥ কর্মকৌশল
· সিদ্ধান্ত নিতে সাহসী হোন; অহেতুক বিলম্ব করবেন না। প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তপরিস্থিতিকেই বদলে দেবে।
· উদ্ভূত পরিস্থিতিতে সবচেয়ে কম ক্ষতি স্বীকার করেসবচেয়ে বেশি লাভবান হতে সচেষ্ট থাকুন।
· যথাযথ নিয়ম অনুসরণ করেই সমস্যাসমাধানের কৌশল ঠিক করুন।
· প্রতিদিন অন্তত একজন নতুন মানুষের সঙ্গে পরিচিতহোন। পূর্বপরিচিতদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখুন।
· কাজের প্রয়োজনেঅন্যদের সঙ্গে সুসম্পর্ক ও যোগাযোগের মাত্রা/ ধরন ঠিক করুন।
· আবেগপ্রবণহবেন না। প্রো- অ্যাকটিভ থাকুন। অভিমান- অভিযোগ না করে সমস্যা সমাধানে পদক্ষেপনিন।
৩য় সুত্র ॥পেশাদারিত্ব
· অফিসকে বাসায় বা বাসাকে অফিসে নিয়ে আসবেন না। পেশাগত বাপারিবারিক দুশ্চিন্তা ও সমস্যা যেন একটি অপরটির শান্তিকে বিঘ্নিত না করে।
· কথায় ও কাজে আন্তরিক প্রাতিষ্ঠানিকতা বজায় রাখুন।
· কোনো মন্তব্য বাআচরণের প্রেক্ষিতে বস/ সহকর্মীর সঙ্গে বিরোধে জড়াবেন না। প্রকাশ্যেও কাউকে অপমানবা হেয় করবেন না।
· কর্মক্ষেত্রে সম্পর্কের জটিলতা বা ভুল বোঝাবুঝিকেব্যক্তিগতভাবে না নিয়ে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস