১। ফুটবল খেলা নাগরপুরের সবচেয়ে জনপ্রিয় খেলা। নাগরপুর উপজেলার সকল ইউনিয়নেই এই খেলা সমানতালে জনপ্রিয়। ইউনিয়ন পর্যায়ে সরকারি অর্থায়নে অর্নুধ্ব-১৭ বালক ও বালিকা ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। মাধ্যমিক স্কুল পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের মাঝে ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। প্রাথমিক স্কুল পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের মাঝে ফুটবল চ্যাম্পিয়নশীপ আয়োজন করা হয়। এছাড়াও ঈদ, পূজা-পার্বনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যেও ফুটবল খেলা আয়োজন করা হয়। নাগরপুর হাসপাতাল নামক এতিহ্যবাহী এক মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ সমূহে উক্ত ফুটবল খেলা হয়ে থাকে।
২। ক্রিকেট নাগরপুরের ২য় জনপ্রিয় খেলা । বিভিন্ন উৎসব অনুষ্ঠান উপলক্ষ্যে শীতকালে এই খেলা আয়োজন করা হয়। নাগরপুর হাসপাতাল নামক এতিহ্যবাহী এক মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ সমূহে উক্ত খেলা হয়ে থাকে।
৩। হাডুডু পূর্বে নাগরপুরের সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও বর্তমানে এর জনপ্রিয়তায় ভাটা পড়েছে । এর পরও বিভিন্ন ইউনিয়নে মাঝে মাঝে এই খেলা আয়োজন করতে দেখা যায়।
৪। ভলিবল নাগরপুরের অন্যতম জনপ্রিয় খেলা । উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের মধ্যে বিজয় দিবস ভলিবল চ্যাম্পিয়নশীপ খেলা আয়োজন করা হয়।
৫। নাগরপুর উপজেলায় বিভিন্ন স্থানে চিত্য বিনোদনের জন্য গান বাজনা , নাটক মঞ্চায়ন, যাত্রাপালা অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলা মাস অনুসারে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হয় ।
৬। সরকারি বিভিন্ন দিবস, উরস উপলক্ষ্যে ফোক গান বিভিন্ন ধরনের বৈঠকী গানের আয়োজন করা হয়ে থাকে।
৭। সিনেমা প্রদর্শনের জন্য নাগরপুরে রাজিয়া, ফাল্গুনী ও বানীচিত্র নামের সিনেমা হল থাকলেও বর্তমানে নাগরপুর সদরে অবস্থিত রাজিয়া সিনেমা হলটি সচল আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস