Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

অবস্থান ও আয়তন:

এই উপজেলার ভৌগোলিক স্থানাংক আয়তন: ২৬৬.৭৭ বর্গ কিমি (১০৩.০০ বর্গমাইল) । অবস্থান: ২৩°৫৮´ থেকে ২৪°১০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪৬´ থেকে ৯০°০১´ পূর্ব দ্রাঘিমাংশ ।

বাংলাদেশের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার ১ টি হলো নাগরপুর উপজেলা। এ উপজেলার উত্তরে টাঙ্গাইল সদর উপজেলা, দেলদুয়ার উপজেলা, পূর্বে মির্জাপুর উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা এবং পশ্চিমে সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা অবস্থিত। এ উপজেলায় বর্তমানে ১২ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ইউনিয়নগুলো হলো-  ভারড়া, নাগরপুর, সহবতপুর, গয়হাটা, সলিমাবাদ, ধুবড়িয়া, ভাদ্রা, দপ্তিয়র, মামুদনগর, মোকনা, পাকুটিয়া ও বেকড়া আটগ্রাম।

পোস্ট কোডঃ ১৯৩৬

প্রশাসনিক বিভাগের কোডঃ ৩০৯৩৭৬