Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
তেবাড়িয়া জামে মসজিদ
Location
সলিমাবাদ ইউনিয়নে
Transportation
তেবাড়িয়া, সলিমাবাদ, নাগরপুর, টাঙ্গাইল।
Details

তেবাড়িয়া জামে মসজিদ

সলিমাবাদের তেবাড়িয়া গ্রামের অধিবাসী মৃধা বংশোদ্ভূত আব্দুল মালেক খা মৃধা সপ্তদশ শতাব্দীর শুরুতে এই মসজিদটি নির্মাণ করেন। সম্পূণ মোঘল স্থাপত্যে সমৃদ্ধ মসজিদটির একেবারেই পাড় ঘেসে শ্রোতস্বিনী যমুনা প্রবাহিত ছিল। কথিত আছে বহু দুর থেকে পাড় ভাঙ্গার মধ্য দিয়ে যমুনা একবার মসজিদের কাছে এসেই ধমকে দাঁড়ায় এবং তারপর থেকে চর জেগে জেগে যমুনা আবার দুরের গ্রামে অবস্থান নেয়। এলাকার বিভিন্ন ধর্মের মানুষের কাছে এই মসজিদের ধর্মীয় বিশ্বাসের মহাত্ন এখনও প্রবল। স্থানীয় তালুকদার পরিবারই বংশানুক্রমে এই মসজিদের মতুয়াল্লির দায়িত্ব পালন করে থাকেন।